Starting

মা আমি রেডি। গেলাম কিন্তু। বাবা দেরি করতেছে।
মাঃ আরে অপেক্ষা কর একটু। কি গো এত দেরি করছ কেন। ঈদ নামাজে দেরি হয়ে যাচ্ছে।
বাবাঃ আরে আইসা পরছি আমি। শুধু চিল্লানি। দেখো তো আমার মানি ব্যাগ টা কই।
মাঃ হুম আমি তো চিল্লাই। নামাজে দেরি হচ্ছে এই খেয়াল উনার নাই। নাও মানি ব্যাগ, মিষ্টি কিছু খেয়ে যাও।
বাবাঃ সময় নাই আমি গেলাম। চল বাবা আমরা যাই। তোমার আদর এর দেবর রে বইল আমরা গেলাম উনার জন্য অপেক্ষা করলে আজকে আর নামাজ পরা হবেনা।
মাঃ যেমন তুমি তেমন তোমার ভাই। দুই টাই অলস। এই যে আমার দেবর যান কই তুমি। এখনো কি ঘুমে নাকি?
দেবরঃ আরে নাহ ভাবি। আমি রেডি হয়ে গেছি। ভাইয়া কি চলে গেছে নাকি ভাবি?
মাঃ হ্যাঁ, তোমার উপর খুব খেপেই গেছে। যাও যাও তাড়াতাড়ি যাও। 
দেবরঃ ভাবি গেলাম। এসে কিন্তু তোমার হাতের পায়েস খাব। আর সালামি টা রেডি করে রেখো।

শাশুরিঃ বউ মা। তুমি যাও গোসল সেরে রেডি হয়ে নাও। অরা আসতে আসতে রেডি হয়ে যাও/
মাঃ মা আপনি রেডি হবেন না? 
শাশুরিঃ বউমা আমার আর ঈদ। বয়স হয়েছে। তোমার বাবা ও বেচে নেই।
মাঃ তো কি হয়েছে মা? আমরা আছি না? মা ঈদ তো সবার জন্য সমান। মা আপনি ও রেডি হয়ে যান। আপনার ছেলে আর নাতি খুশি হবে.
শাশুরিঃ ঠিক আছে আমি যাই। তুমি ও তৈরি হয়ে যাও। আবার গরু কোরবানি এর সময় অনেক কাজ আছে।